নেত্রকোনায় বিরামহীন বৃষ্টিতে স্বস্তি || Banglaralo-24 || বাংলার আলো২৪ ||

 নেত্রকোনায় বিরামহীন বৃষ্টিতে স্বস্তি

নেত্রকোনায় সোমবার (১ আগস্ট) সকাল থেকে সর্বত্র মুষলধারে বিরামহীন বৃষ্টি হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে। এদিকে ভারী বৃষ্টির কারণে লোকজন বাসা থেকে বের হতে পারেনি। শহরে যানবাহন চলাচলের সংখ্যাও ছিল একেবারে কম।

নেত্রকোনায় বিরামহীন বৃষ্টিতে স্বস্তি


নেত্রকোনা জেলা আবহাওয়া অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এদিন নেত্রকোনায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে ভারী বর্ষণের কারণে আমন আবাদের জন্য কৃষকদের সুবিধা হয়েছে বলে জানান তারা।

কৃষকেরা জানান, আমনের জমিতে পানি জমায় তাদের কোনো সেচ দিতে হবে না অন্তত এক সপ্তাহ। এতে ডিজেল খরচ বেঁচে যাবে।

বারহাট্টার কৃষক কামাল হোসেন বলেন, বর্তমানে এক সপ্তাহ সেচযন্ত্র বন্ধ থাকলে তাদের অনেক টাকার সাশ্রয় হবে। 

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, নেত্রকোনা সদর উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে ভালো বর্ষণ হওয়ায় আমনচাষিদের সুবিধা হয়েছে। এই বর্ষণ প্রকৃতির সেচ হিসাবে জমিতে কাজ করবে। 


Post a Comment

Thanks for your Comment.❤️❤️ Stay tuned with us 🙂

নবীনতর পূর্বতন